মেমারি ১: সামান্য জ্বরে মৃত্যু? ১২ বছর বয়সী কিশোরের মর্মান্তিক মৃত্যু মেমারিতে
বুধবার সকালে মর্মান্তিক মৃত্যু হল একজন ১২ বছর বয়সের কিশোরের। মৃতের নাম অভি ক্ষেত্রপাল। বয়স আনুমানিক ১২ বছর। বাড়ি মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের জুঝারপুর। পরিবার সূত্রে জানা যায় বিগত ৮-১০ দিন ধরে জ্বরে ভুগছিল ওই বালক। চিকিৎসাও চলছিল। আজ বুধবার সকাল থেকেই খাওয়া বন্ধ করে দিয়েছিল এমত অবস্থায় মেমারি গ্রামীন হাসপাতাল নিয়ে আসার পথে দেহ নিস্তেজ হয়ে যায় অভি ক্ষেত্রপালের। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে দেখে মৃত্যু ঘোষণা করে।