বাঁকুড়া জেলা মতুয়া মহা সংঘের ডাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করা হল বড়জোড়া বিধানসভার সীতারামপুর মানচর থেকে পল্লীশ্রী কলোনী হরি মন্দির প্রাঙ্গন পর্যন্ত। উপস্থিত ছিলেন বড় জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী থেকে শুরু করে একাধিক মতুয়া সঙ্ঘের সদস্যরা।