গোসাবা: গোসোবার লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রজত জুবিলী হাইস্কুলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান কর্মসূচি বুধবার দুপুর ১২টায়
গোসবা ব্লকের লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের রজত জুবিলী হাই স্কুলে ২৩২,২৪২,২৪৩ নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন লাহিরীপুর GPর প্রধান কবিতা সরদার ও উপ প্রধান প্রবীর মন্ডল, উপস্থিত ছিলেন,লাহিরীপুর অঞ্চল তৃনমূল সভাপতি বিকাশ মন্ডল সহ লাহিরীপুর GP এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ২৩২,২৪২এবং ২৪৩নং এই তিনটি বুথের মানুষজন উপস্থিত হয় এবং সমস্যার কথা জানান।