রানিনগর ১: ইসলামপুর থানা এলাকার ইসলামপুর হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের বেহালদাসার কারণে টোটো উল্টে রাজ্য সড়কে
আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার ইসলামপুর হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের বেহালদাসার কারণে একটি টোটো উল্টে যাই যদিও হতাহতের কোন ঘটনা নেই, তবে স্থানীয়দের দাবি রাজ্য সড়কের বেহালদশা ইসলামপুর থেকে রানীনগর অব্দি আর সেই কারণেই প্রতিনিয়ত এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকছে তবুও হুশ ফিরছে না ব্লক প্রশাসনের।