মকর সংক্রান্তি উপলক্ষে পুরুলিয়া এক নম্বর ব্লকের বেলিয়া পাথরে চাপাইসিনি তে মেলার আয়োজন করা হয় অন্যান্য বছরের মতোই এবছরও ।এই মেলাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় জমে ছিল এই চাঁপাইশিনির মেলাতে, দূর দূরান্তর থেকে মানুষ এসেছিল মেলা দেখতে ।সেই চিত্র তুলে ধরে হল এ দিন বিকেলে।