বাগদা: শ্মশানে দাহ করতে আসা মৃত দেহেব সন্দেহ জনক ক্ষত। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো পুলিশ । বাগদার ঘটনা।
শ্মশানে দাহ করতে আসা মৃত দেহেব সন্দেহ জনক ক্ষত। দাহ করার আগেই শ্মশানে হাজির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো পুলিশ । উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাসঘাটার বাসিন্দার রবিবার সকালেই বাড়িতে মৃত্যু হয়। রাতে তার দেহ বনগাঁ মহাশ্মশানের দাহ করতে নিয়ে আসা হয়। পুরোহিত পরলোক ক্রিয়া সম্পূর্ণ করার সময় দেখতে পান মৃতদেহ একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সন্দেহ হয় তাদের। খবর দেওয়া হয় বনগাঁ পৌর প্রধান গোপাল শেঠকে। সেখান থেকে খবর পৌঁছায় বনগাঁ থানায়।