দুবরাজপুর: সাপে কামড়ে আক্রান্ত দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার পিতা, দ্রুত চিকিৎসায় স্থিতিশীল অবস্থা
দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার পিতা সাপে কামড়ে আক্রান্ত হন আজ সন্ধ্যায়। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেই খবর পেয়ে বিধায়ক অনুপ সাহা তৎক্ষণাৎ তাঁর ঘনিষ্ঠ সহকর্মী রবীন্দ্রনাথ মণ্ডল ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেন। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত কাকুরা থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ডঃ দেবব্রত দাসের তত্ত্বাবধানে ভর্তি করানো হলে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।