পূর্বস্থলী ১: মাগনপুর মোড় ও নিমতলা বাজারে এলাকায় বিজেপির তরফে পথ অবরোধ কর্মসূচি
উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির সাংসদ এবং বিধায়কের উপর হামলার প্রতিবাদে পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালিত হল. উপস্থিত ছিলেন বিজেপির জেলার সহ-সভাপতি প্রানকৃষ্ণ দেবনাথ, জেলা সদস্য বিধান ঘোষ, জেলা সম্পাদক মানিক লাল সাহা সহ আরো অনেকে. পাশাপাশি নিমতলা বাজারেও পথ অবরোধ কর্মচারী পালিত হয়. প্রায় আধঘন্টা পথ অবরোধ হয় নাদনঘাট থানা পুলিশ প্রশাসনে আশ্বাসে অবরোধ উঠে যায়.