হেমতাবাদ: হেমতাবাদ বাসস্ট্যান্ডে INTTUC র উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির
উৎসবের দিন গুলিতে বৃদ্ধি পায় পথ দুর্ঘটনা। তাই এবারে যানবাহন চালকদের পাশাপাশি বাইক চালকদের সচেতন করতে শিবির করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিএইসি। শনিবার সন্ধ্যায় হেমতাবাদ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি থেকে কিছু বাইক চালককে হেলমেট ও গোলাপ দেওয়া হয়। হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মণ, INTTUC র জেলা সভাপতি রামিদেব শাহানি, ব্লক সভাপতি সৌরভ আলী সহ তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলে।