পুরুলিয়া ১: একটি টোটো গাড়ি বন্দ টামনা রেলগেটে সজোরে ধাক্কা মারলে ভেঙ্গে যায় রেলগেট, ঘটনাস্থলে আরপিএফ
এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ আদ্রা ডিভিশনের দক্ষিণ-পূর্ব রেলের টামনা রেলগেটে একটি টোটো গাড়ি সজরে ধাক্কা মারলে রেলগেট ভেঙ্গে যাওয়াই বেশ কয়েক ঘন্টা যান চলাচলের বেহত ঘটে, বিকল্প রাস্তার মধ্য দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় ঘটনাস্থলে পৌঁছে পুরুলিয়া আরপিএফ থানার পুলিশ। সে চিত্র তুলে ধরা হলো এদিন বিকেলে।