ঝাড়গ্রাম: চন্দ্রী মোড় জাতীয় সড়কে স্করপিওর ধাক্কায় মৃত্যু হল দু'জন ব্যক্তির
জাতীয় সড়কে স্করপিওর ধাক্কায় মৃত্যু হল দু'জন ব্যক্তির। রবিবার রাতে খড়গপুর চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে চন্দ্রী মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পরই এলাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা চন্দ্রী মোড়ে জাতীয় সড়কে পথ অবরোধও শুরু করেন। স্করপিও লোধাশুলির দিক থেকে ফেকোর দিকে যাচ্ছিল। ওই সময় হেঁটে দু'জন রাস্তা পার করছিলেন। স্করপিওর ধাক্কায় দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতরা হল বিমল সিং ও অমিত সিং। দু'জনের বাড়ি বেলিয়াবেড়া থানার নতুনডিহি এলাকায়।