আজ অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ ভাঙ্গড়ের ভোজেরহাট ফুটবল খেলা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রেফারি সহ দুই দলের মধ্যে ব্যাপক মারামারি এবং হাতা হাতি দেখা যায়। ভোজেরহাট ফুটবল মাঠে খাড়ম্বা ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নকআউট দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে খেলা চলাকালীন রেফারির সঙ্গে বচসার জেরে হাতাহাতি এবং মারামারি পর্যন্ত দেখা যায় এই ঘটনায় ক্লাবের প্রেসিডেন্ট মুখ খুললেন ।