সিউড়ি ১: অষ্টমীর দিন সন্ধ্যা থেকে উপচে পড়া ভিড় সিউড়ির আনন্দপুর সার্বজনীনের দূর্গা পূজার মণ্ডপে
Suri 1, Birbhum | Sep 30, 2025 মঙ্গলবার দিন অষ্টমী উপলক্ষে সন্ধ্যে থেকেই উপচে পড়া ভিড় সিউড়ির আনন্দপুর সার্বজনীনের দুর্গা পূজার মন্ডপে। পাশাপাশি দিন দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।