বসিরহাট ২: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসের চুরির ঘটনা ঘটলো বাগুয়ডাঙ্গা এলাকায়
ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার বাগুইডাঙ্গা এলাকার ঘটনা। গতকাল রাতে ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মা। রবিবার সকাল সাতটা নাগাদ বাড়িতে ফিরতেই চক্ষু চরক গাছ। ঘরে ঢোকার দরজার তালাভাঙ্গা ভিতর থেকে খোয়া গিয়েছে, একাধিক নথিপত্র নগদ পাঁচ হাজার টাকা সহ সোনার অলংকার।। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। এই ঘটনায় কারা কারা জড়িত তার তদন্ত শুরু হয়েছে মাটিয়া থানার তরফে।