আমডাঙা: শিক্ষক সেজে চোর, সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার আমডাঙা থানার পুলিশের
শিক্ষক সেজে চোর,অবশেষে ধরা পরল আমডাঙা থানা পুলিশের জালে শিক্ষক পরিচয় দিয়ে আমডাঙ্গা থানা এলাকায় চুরি, পাশাপাশি চুরি করা জিনিস যার কাছে বিক্রি করেছে তাকেও ধরেছে আমডাঙ্গা থানার পুলিশ। দুইজনকে গ্রেফতার করে আজ আমডাঙা থানায় দুপুর 12:30 নাগাদ সাংবাদিক বৈঠক করে জানালেন SDPO বারাসাত।