শিলচর: মহাদেবপুর তৃতীয় খণ্ডে উচ্ছেদ অভিযানের বিবরণ দেন কাটিগড়ার সার্কেল অফিসার
Silchar, Cachar | Sep 18, 2025 উচ্ছেদ করে দেবোত্তর জমি উদ্ধার করল প্রশাসন।বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানা গেছে,পুলিশ সহযোগে মহাদেবপুর তৃতীয় খণ্ডে ১৭ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ৪ টি বসতবাড়ি উচ্ছেদ করে প্রশাসন।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন কাটিগড়ার সার্কেল অফিসার।