রামপুরহাট ১: রামপুরহাটে ছাত্রী খুনের মামলা এবার পকসো বিশেষ আদালতে, ধৃত শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে পকসো ধারা যোগ
রামপুরহাটে ছাত্রী খুনের মামলা এবার পকসো বিশেষ আদালতে। ধৃত শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে পকসো ধারা যোগ। রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও খুন ACJM আদালত থেকে মামালা স্থানান্তরিত হয়ে পকসো বিশেষ আদালতে স্থানান্তরিত হলো মঙ্গলবার।