আবারও ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত খিদিরপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম মোশারফ হোসেন (৩৬)। সোমবার দুপুরে পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে উড়িষ্যার সম্বলপুরে কাজ করতে গিয়েছিলেন মোশারফ। কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ পরিবারের।