মাথাভাঙা ২: পারাডুবি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো বিশালাকার অজগর সাপ
মাথাভাঙ্গা ২নং ব্লকের পারডুবি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল বুধবার বেলা বারোটা নাগাদ বিশালাকার অজগড় সাপ।জানাগেছে এদিন অজগর টিকে উদ্ধার করেন পশুপ্রেমী তথা প্রাণীবন্ধু সঞ্জয় কুমার বর্মন।পরে বনদপ্তরের হাতে উদ্ধারিত অজগরটিকে তুলে দেওয়া হয়।বন দপ্তরের মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সুদীপ দাস জানান উদ্ধারিত অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। উদ্ধারিত অজগর টিকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।