ভাঙড় ১: সংসদ প্রতিমা মন্ডল এর গানে মুখরিত হলো ৭৪ তম তাড়দহ সার্বজনীন রাস উৎসবের শুভ সূচনার মঞ্চ
আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ 74 তম তাড়দহ সর্বজনীন রাস উৎসবের শুভ সূচনা হয়। জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাতে প্রদীপ জ্বালিয়ে এদিনের মেলার উদ্বোধনি অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সকলের অনুরোধে মঞ্চে গান ও গাইতে দেখা যায় সংসদ কে। পাশাপাশি মেলার কয়েকটি দিন যাতে কোন বিক্ষিপ্ত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকেও কঠোর নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও আবেদন করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত