ইলামবাজার ব্লকের ১২২ নং বুথে ব্লক মহিলা তৃণমূলের ডাকে সভা করা হয় উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে বিকাল ৫টা নাগাদ।উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রেবা দত্ত সহ অঞ্চল ও ব্লক স্তরের বিভিন্ন মহিলা কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ।এদিন উন্নয়নের পাঁচালী ও বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে বিভিন্ন বক্তব্য সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয়।