সিউড়ি ১: তিলপাড়া জলাধারে উপস্থিত হয়ে রামপুরহাটে খুন হওয়া ছাত্রী ও খুন হওয়া BJP 256 জনের আত্মার শান্তি কামনায় তর্পণ করলো BJP
Suri 1, Birbhum | Sep 21, 2025 রবিবার দিন সিউড়ির তিলপাড়া জলা ধরে তর্পণ করতে উপস্থিত হন বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির একাধিক নেতৃত্বরা। তারা তাদের পূর্বপুরুষকে জল দেওয়ার পাশাপাশি, রামপুরহাটে খুন হওয়া ছাত্রী ও বিরোধী দল করার জন্য খুন হওয়া বিজেপির 256 জনের আত্মার শান্তি কামনায় তর্পণ করলো। সে বিষয়ে সমস্তটাই জানিয়েছেন বীরভূম জেলা বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা।