বলরামপুর: কাঁটাডি উড়ালপুল সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম বলরামপুরের যুবক
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা বাইক আরোহীর,ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জামশেদপুর ১৮নং জাতীয় সড়কের কাঁটাডি রেলওয়ে উড়ালপুল সংলগ্ন এলাকায়। জখম যুবকের নাম বিরু কর্মকার।বাড়ি বলরামপুর থানার সাগমা গ্রামে।