ভাঙড় ১: কাঁজদিয়া নিউ শুভ্র সংঘের পরিচালনায় একদিনের আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হল
আজ অর্থাৎ রবিবার বিকাল ৩ টে নাগাদ কাঁজদিয়া নিউ শুভ্র সংঘের পরিচালনায় একদিনের আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।বলে পা চালিয়ে খেলার শুভ সূচনা করলেন বোদরা গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।এদিন মাঠের চারপাশে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।