হাড়োয়া: ঝুজুরগাছা FP স্কুলে অনুষ্ঠিত হল 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ক্যাম্প
বুধবার সকাল এগারোটা দেখে বিকেল সাড়ে চারটে পর্যন্ত হাড়োয়া ব্লকের সোনাপুকুর -শঙ্করপুর পঞ্চায়েতের ঝুজুরগাছা এফ পি স্কুলে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প,সোনাপুকুর -শঙ্করপুর পঞ্চায়েতের ৫২,৫৩ ও ৫৪ নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্প।ক্যাম্প পরিদর্শন করেন প্রশাসনের একাধিক আধিকারিক ও এলাকার বিশিষ্টজনেরা।