কমলপুর: কমলপুর বিধানসভা কেন্দ্রের হিন্দু সনাতনীদের ঘরে ঘরে পূজিত হচ্ছে কোজাগরি, ধন দেবী, লক্ষী মায়ের পুজো
কমলপুর বিধানসভা কেন্দ্রের হিন্দু সনাতনীদের ঘরে ঘরে পূজিত হচ্ছে কোজাগরি, ধন দেবী, লক্ষী মায়ের পুজো। সে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে আনন্দে মেতে উঠেছে। প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত হচ্ছে প্রতিটি ঘরে।