মন্তেশ্বর: পশ্চিমবঙ্গের সেরা কলেজের পুরস্কার পেলো মন্তেশ্বর ডক্টর গৌড়মোহন রায় কলেজ
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত কলেজের মধ্যে সর্ব সেরা পুরষ্কারে পুরস্কৃত হল মন্তেশ্বর ডক্টর গৌড়মোহন রায কলেজ। মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল ও মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের ছাত্র নেতারা কলকাতার বঙ্গবাসী কলেজে আয়োজিত সর্ব সেরা পুরস্কারটি নিয়ে আসার পরে মঙ্গলবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দেখা করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সাথে।