সংবাদদাতা, নাগরাকাটা:বিন্নাগুড়ি সেনাছাউনিতে অস্থায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চৌপথিতে ১৭ নং জাতীয় সড়ক অবরোধ করল আইএনটিটিইউসি অনুমোদিত সারাবাংলা অস্থায়ী শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের অভিযোগ বিন্নাগুড়ি সেনাছাউনিতে অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় সরকার কর্তৃক শ্রমবিভাগ থেকে ৫৪১ টাকা মজুরি আর মিস্ত্রিদের ৮৭১ টাকা মজুরি ধার্য্য করা হলেও শ্রমিকদের ২৪০ ও মিস্ত্রিদের ৪৫০ টাকা মজুরি দেওয়া হচ্ছে।