লোকালয়ে সংলগ্ন জঙ্গলে বাঘ আসা আটকাতে গভীর জঙ্গলে লাইলন নেট দিয়ে ঘিরে রেখেছে । কিছু সংকট মৎস্যজীবী তা কেটে গভীর জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে যাচ্ছে আর এতেই বাঘের আনাগোনা লোকালয়ে বাড়বে, সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে ।