ডেবরা: ডেবরার আষাড়ীতে জনসংযোগে গিয়ে সেলফি মুডে খড়্গপুরের বিধায়ক হিরনময় চট্টোপাধ্যায়
মঙ্গলবার দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক জায়গায় জনসংযোগে হাজির হলেন খড়্গপুর বিজেপি বিধায়ক হিরনময় চট্টোপাধ্যায়।এদিন বেলা ১১ টা নাগাদ ডেবরার আষাড়ী এলাকায় নামতেই দলীয় কর্মীরাই ভিড় জমায় হীরনের সঙ্গে সেলফি নেওয়ার জন্য। তার ডেবরা ব্লকের বেশ কয়েকটি এলাকায় বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ করেন।বিকেলে ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদী ঘাটে তাঁর সাংবাদিক সম্মেলন রয়েছে বলেও জানা গিয়েছে।