বলরামপুর: কার্তিকী কৃষ্ণ পক্ষের দশমী তিথিতে কালী মায়ের প্রতিমা নিরঞ্জন বলরামপুরে
কার্তিকী কৃষ্ণ পক্ষের দশমী তিথিতে কালী মায়ের প্রতিমা নিরঞ্জন বলরামপুরে। কালী পূজার পূর্বের তিন-চার দিন কালী মায়ের মূর্তি নয়,খড়্গ ও মায়ের হাতের অলংকার শাঁখা পূজা হয় প্রাচীন এই মন্দিরে।বিসর্জন ঘিরে এলাকার মানুষজনেরই মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেলো। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মায়ের নতুন মূর্তি মন্দিরের গর্ভ গৃহে আনা হয়, তবে সেই নতুন মূর্তির পূজা শুরু হয় অমাবস্যার পুন্য তিথিতে।