ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে সম্প্রতি আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতার অনুষ্ঠানে তখন ব্যস্ততার কারণে থাকতে পারেননি দাবা গ্র্যান্ডমাস্টারের দিব্যেন্দু বড়ুয়া। রবিবার পাঁচটার সময় হঠাৎ তিনি এলেন ভাতারের এরুয়ারে উদয়চল ক্লাবে। রবিবার সস্ত্রীক পূর্ব বর্ধমান জেলার ভাতারের উদয়চল ক্লাব প্রাঙ্গণে আসেন দাবার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। কিছু সময় ক্লাব সদস্যদের সঙ্গে কাটালেন।