চরচরা বাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হলো বাইক আরোহীর। শনিবার রাতে ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি ও রানীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার চরচরাবাড়ির বিরিবান্দা মোড় এলাকায়। জানা যায় স্থানীয় রানীরহাট বাজার থেকে ফেরার সময় ও-ই এলাকায় গাড়িটি বাঁক নিতে গিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে সজোরে ধাক্কা মারে। এ-র ফলে মাথায় গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ও-ই বাইক আরোহীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীরহাট ফাঁরির পুলিশ।