আমডাঙা: ৬০ কিলো সোনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে নৈহাটি নিউজস্টার সার্বজনীন কালীপুজোর প্রতিমা
চলতি বছর উত্তর ২৪ পরগনার নৈহাটির অন্যতম বড় কালীপুজো নৈহাটির নিউ স্টার সর্বজনীন কালীপুজো কমিটির পক্ষ থেকে তাদের প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে ৬০ কিলো সোনা দিয়ে যার সিমের নাম দেওয়া হয়েছে ৬০ এ ৬০ কারণ চলতি বছর এই কালী পূজো ৬০ তম বর্ষে পদার্পণ করছে। শনিবার গয়না দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি, নিউ স্টার সার্বজনীন কালী পূজা কমিটির কর্মকর্তা তথা নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনৎ দে জানান প্রতিমার নিরাপত্তার জন্য বিশ