সাগর: সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে হাজির বিএলও
ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ কাজ শুরু করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার বাড়িতে এনুমারেশন ফর্ম (Enumeration Form) নিয়ে হাজির হলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ১০৪ নম্বর সংসদ এলাকায় মন্ত্রীর বাসভবনে পৌঁছন বিএলও-১ (BL-1) এবং বিএলও-২ (BL-2)। তাঁরা মন্ত্রীর হাতে নতুন এনুমারেশন ফর্ম তুলে দেন।।