দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের উত্তর চৌরাশি গ্রামে পানীয় জলের ট্যাংক ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের প্রধানে
রাতের অন্ধকারে একটি পানীয় জলের ট্যাঙ্ক ভেঙে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের উত্তর চৌরাশি কর্মকার পাড়ায়। শুক্রবার বেলা দুটো নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌরাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মন্ডল। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে মাস ছয়েক আগে পঞ্চায়েতের পক্ষ থেকে চৌরাশি গ্রামের কর্মকার পাড়া দুর্গা মন্দিরের কাছে ২০২৪২৫ অর্থবর্ষে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্ক বসিয