গলসি ১: চাকতেঁতুল অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে নবনির্বাচিত ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সংবর্ধনা ও বস্ত্র বিতরণ
গলসি এক নম্বর ব্লকের চাক তেঁতুল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে নবনির্বাচিত ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কে সংবর্ধনা প্রদান ও আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার রাত্রি আটটায়। এদিন রণডিহা সার্বজনীন দূর্গা পূজার মঞ্চ থেকে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উপস্থিত থাকেন গলসি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রহমত মোল্লা। এদিন প্রায় এলাকার তিনশত মহিলার হাতে দুর্গা পূজোর উপহার তুলে দেওয়া হয়।