আউশগ্রাম ১: গুসকরা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হল ভি কে চ্যালেঞ্জার্স, মঞ্চ মাতালেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী ও ডিজে কায়রা
গুসকরা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হল ভি কে চ্যালেঞ্জার্স। গুসকরা পিপি ইনস্টিটিউশনের মাঠে এক মাস ধরে ডায়মন্ড গ্রুপের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। আইপিএলের আদলে গুসকরায় শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে রবিবার অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ভি কে চ্যালেঞ্জার্স ও কিয়াং কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভি কে চ্যালেঞ্জার্স নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। জবাবে কিয়াং কিংস ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামে।