ব্যারাকপুর ১: শতাব্দী প্রাচীন নৈহাটি বড়মার পুজো দিতে লক্ষাধিক মানুষের ভিড়
শতাব্দী প্রাচীন নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত বড়মার মন্দিরে সন্ধ্যের পর থেকে মানুষের ভিড় উপড়ে পড়ে উল্লেখ্য সকাল থেকেই বহু মানুষ মন্দির সংলগ্ন বড়মার মূর্তিতে পুজো দিতে ভিড় জমাতে শুরু করেন সন্ধ্যের পর থেকে কার্যত জনসমুদ্রের রূপ নেয় অরবিন্দ রোড ইতিমধ্যেই প্রায় এক লক্ষ মানুষ দন্ডী কেটেছেন বড়মার পুজো উপলক্ষে। দর্শকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়েন রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা।