মানভূম কালচারাল আকাদেমির আয়োজনে এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় *টুসু পরব উদযাপন করা হলো এদিন শিমুলিয়ার কাসাই নদীর সন্নিকটে আজকে এই অনুষ্ঠানে টুসু গান ও টুসু নাচ ও চৌডল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতির নিবেদিতা মাহাতো, মানভূম কালচারাল একাডেমি চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো ,পুরুলিয়া ও রঘুনাথপুর এর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা।