মেজিয়া: শ্যামাপুর গ্রামে মনসা পুজোয় যোগ দিলেন শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী
Mejhia, Bankura | Sep 17, 2025 বুধবার আনুমানিক রাত্রি নটা থেকে রাত্রি দশটা বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের শ্যামাপুর গ্রামে শ্যামাপুর মনসা পুজো কমিটির মনসা পুজোয় যোগ দিলেন শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা