পুরুলিয়া ১: মাগুরিয়া ষোলআনা দুর্গাপূজা কমিটির নবপত্রিকা স্নানে বহু মানুষের সমাগম
ভোরের আলো ফুটতেই পুরুলিয়া মাগুড়িয়া ষোলআনা দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা ভিড় করে জলাশয়ে নব পত্রিকা স্নান করিয়ে মণ্ডপে নিয়ে আসেন এদিন সকাল নটার সময়। এই নবপত্রিকা স্নান করতে নিয়ে যাওয়ার সময় বহু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল।