বনগাঁ: আজ মহানবমী। নবমীর বিকেল থেকে রীতিমতো জনস্রোত বনগাঁ শহরে। বনগাঁর অন্যতম ঐতিহ্যবাহি ক্লাব বনগাঁ অভিযান সংঘ।
আজ মহানবমী। নবমীর বিকেল থেকে রীতিমতো জনস্রোত বনগাঁ শহরে। বনগাঁর অন্যতম ঐতিহ্যবাহি ক্লাব বনগাঁ অভিযান সংঘ। এবারের তাদের পুজো ৮০ তম বর্ষে পা দিয়েছে। এবারে অভিযান সংঘের পুজোর থিম ডোকরা শিল্প। এই বিষয়ে আজ সন্ধ্যা ছটা নাগাদ ক্লাব কর্মকর্তা কি বলছেন শুনবো।