বিলোনিয়া: ঋষ্যমুখ বিধানসভাধীন রতনপুর এডিসি ভিলেজের অন্তর্গত ৩৫ /১ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন সামগ্ৰী না ক্ষুব্ধ গ্ৰাহকর
ঋষ্যমুখ বিধানসভাধীন রতনপুর এডিসি ভিলেজের অন্তর্গত ৩৫ /১ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন সামগ্ৰী না ক্ষুব্ধ গ্ৰাহকরা অবরোধ করে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ । রতনপুর এলাকার বিলোনিয়া থেকে জোলাইবাড়ি রাস্তা অবরোধ বসে পড়ে। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া মহকুমা শাসক, ঋষ্যমুখ বিএসসি চেয়ারম্যান সুমন উচাই, ডিসিএম সহ পুলিশ প্রশাসন ।ঘটনাস্থলে এসে পথ অবরোধ কারীদের সঙ্গে কথা বলার পর সরকারি ন্যায্য মূল্য দোকানের মালিক ডেবিড উচাই সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আ