বলরামপুর: কৃষি আলোচনা সভা এবং গোষ্ঠী ফলন দিবস অনুষ্ঠিত হল শ্যামনগর গ্রামে
কৃষি আলোচনা সভা এবং গোষ্ঠী ফলন দিবস অনুষ্ঠিত হলো বলরামপুর ব্লকের শ্যামনগর গ্রামে।অনুষ্ঠানে এলাকার কৃষক এবং ধান বীজ ব্যাবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাই সীড কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার নাসিম আহমেদ, এরিয়া ম্যানেজার ফকির কুমার।তাঁরা অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও ব্যাবসায়ীদের কে উচ্চ ফলনশীল প্রজাতির "বোল্ট" ধান চাষের গুনাগুন এবং অর্থনৈতিক সুবিধা গুলি সুন্দর ভাবে উপস্থাপন করেন।