কুলপি: গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৬৩ টি হাই মাস লাইটের বসানোর কাজ শুভ সূচনা করলেন ভিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত গাজীপুর অঞ্চলে বুধবার দিন আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় 63 টি হাই মাস লাইটের বসালোর । আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামের মানুষের চাহিদা মতন প্রশাসন পক্ষ থেকে এই সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজের শুভ সূচনা হয় বুধবার দিন।