লংথরাই ভ্যালি: ধলাই জেলার ছাওমনু-তে বিজেপির ৮ পরিবারের ৩৫ জন ভোটারের কংগ্রেসে যোগদান
ধলাই জেলার ছাওমনু উত্তর লংতরাই কারবারি পাড়ার রশিদ আলির বাসভবনে এক ঘরোয়া সভার আয়োজন করা হয়। এই সভাটি ছাওমনু ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা। এই সভায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেখানে বিজেপির ৮টি পরিবারের মোট ৩৫ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে সামিল হন।