পরিবেশ সুরক্ষায় বিশেষ উদ্যোগে ‘পঞ্চবটি রোপণ’ প্রকল্প শুরু করল The Art of Living সংস্থা। আগামী দু’মাসে ১০০০ গ্রামে বট, অশ্বত্থ, আম, নিম ও ডুমুর—এই পাঁচ প্রজাতির বৃক্ষ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে কর্মসূচির সূচনা হয়। কো-অর্ডিনেটর অমিত পারিয়াল জানান, শুধু রোপণ নয়, দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সচেতনতার মাধ্যমে টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য।