গোসাবা: যুবকদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে বাসন্তী থেকে ধৃত মহিলাকে আলিপুর আদালতে তুললো গোসাবা থানার পুলিশ
যুবকদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে বাসন্তী থেকে ধৃত মহিলাকে আলিপুর আদালতে তুললো গোসাবা থানার পুলিশ শনিবার বিকেল ৫টা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে বাসন্তী থানার কলা হাজরা থেকে সেলিমা মোল্লা নামে এক মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃত মহিলা গোসাবা থানা এলাকার বিভিন্ন যুবকদের সাথে ফোন করে প্রথমে আলাপচারিতা শুরু,পরে ধীরে ধীরে তাঁদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে,বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁদের নগ্ন ছবি তোলে।