মোহনপুর: মহেশখোলার চুয়ান পাড়াতে স্নিগ্ধালয় সেবা আশ্রম কর্তৃপক্ষ হেনস্তার শিকার, সহায়তায় এগিয়ে এলো ব্রাদার্স ইউনিটি
মহেশ কলার চোয়াল পাড়াতে ভবঘুরে মহিলাদের নিয়ে গড়ে তোলা হয়েছে স্নিগ্ধালয় সেবা আশ্রম। এই সেবাশ্রম পরিচালনা করতে গিয়ে স্থানীয় কতিপয় দুষ্কৃতীদের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে কর্তৃপক্ষকে। অন্যদিকে রবিবার ব্রাদার্স ইউনিটি নামক সংস্থা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেবাশ্রম কর্তৃপক্ষকে।